২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:০৫

মহিউদ্দিনের কুলখানি আজ

চট্টগ্রাম প্রতিনিধি:

মহানগর আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি আজ সোমবার বন্দর নগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, এ উপলক্ষে নগরীর ১২টি কমিউনিটি সেন্টারে ৮০ হাজার মানুষের ‘মেজবান’ আয়োজন করা হয়েছে। এছাড়াও জনপ্রিয় এই নেতার রুহের মাগফেরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে সকালে তার চাশমা হিলের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মেজবানের ভেন্যুগুলো হচ্ছে- পাঁচলাইশ এলাকার ‘দি কিং অব চিটাগাং’, জিইসির মোড়ের ‘কে স্কয়ার কমিউনিটি সেন্টার’, চকবাজারের ‘কিশলয় কমিউনিটি সেন্টার’, পাঁচলাইশ আবাসিক এলাকার ‘সুইস পার্ক কমিউনিটি সেন্টার’, লাভ লেনের ‘স্মরণিকা কমিউনিটি সেন্টার’, মুরাদপুর এলাকায় ‘এন মোহাম্মদ কনভেনশন হল’, বাকলিয়ার কেবি কনভেনশন হল’, কাজির দেউড়ির ‘ভিআইপি ব্যাকুইট কমিউনিটি সেন্টার’ এবং ‘সাগরিকা স্কয়ার’, ডাবল মুরিংয়ের ‘গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টার’। এছাড়াও, জামালখানের ‘রিমা কনভেনশন সেন্টার’-এ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্যদের ধর্মালম্বীদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে।

নওফেল বলেন, ‘সোমবার দুপুর থেকে ৮০ হাজার মানুষের খাওয়ার ব্যবস্থা চলছে। এর আগে সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার বিপরীতে দি কিং অব চিটাগাং ও জিইসি মোড়ে কে স্কয়ার কমিউনিটি সেন্টারে কুলখানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। কুলখানি শেষে মেজবান খাওয়ানো শুরু হবে।’ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকজন শীর্ষ নেতা, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কুলখানিতে উপস্থিত থাকবেন। তবে তাদের কারও নাম প্রকাশ করেননি তিনি। চশমা হিলের বাসভবনে শুধু নারীদের জন্য মেজবানের আয়োজন করা হচ্ছে জানিয়ে নওফেল বলেন, ‘সেখানে আমার মা, মহিলা নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন।’

গত শুক্রবার ভোর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে লালদিঘী ময়দানে লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে সন্ধ্যায় চশমা হিলের পারিবারিক কবরস্থানে বাবার পাশে দাফন করা হয় তাকে। সাবেক মেয়রের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। বিপুলসংখ্যক নেতাকর্মী প্রিয় নেতাকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। চট্টগ্রাম সিটি করপোরেশন রবিবার থেকে তিন দিনের শোক কর্মসূচি পালন করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৮, ২০১৭ ১০:৪৩ পূর্বাহ্ণ