২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৫:৫৫

বেরোবিতে জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ১ম বর্ষে ভর্তির সাক্ষাৎকার দিতে এসে জালিয়াতির অভিযোগে ৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের বিশ্ববিদ্যালয়ের ১, ২ ও ৩ নম্বর একাডেমিক ভবন থেকে আটক করা হয়।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা রবিবার সকালে সাক্ষাৎকার দিতে আসেন। সাক্ষাৎকার গ্রহণকালে এডমিট কার্ডের থাকা ছবি ও চেহারার মিল না থাকায় এই ৬ শিক্ষার্থীকে সন্দেহ করেন দায়িত্বরত শিক্ষকরা। এ সময় তাদের পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা অসংলগ্ন উত্তর দেয়। পরে তারা প্রক্সির কথা স্বীকার করে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- বগুড়ার সবুজবাগ এলাকার মাহফুজার রহমানের ছেলে আহসান হাবিব (১৯), রংপুরের মিঠাপুকুর উপজেলার মৃত দৌলতুর রহমানের ছেলে শাহরিয়ার আল সানি (২০), পঞ্চগড়ের জালামি এলাকার রফিকুজ্জামানের ছেলে রোকনুজ্জামান (১৮), নাটোরের বাগাতিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের ছেলে ইফাদ সরকার, নওগাঁর তিলতপুর এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে সাদ আহমদ (১৮) ও লালমনিরহাটের মিশনমোড় এলাকার মজিবর রহমানের ছেলে শাহরিয়ার আল সানি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিক আশরাফ জানান, যারা সাক্ষাৎকার দিতে এসে আটক হয়েছে তারা কেউই ভর্তি পরীক্ষায় অংশ নেয়নি। তাদের এডমিটে অন্য কেউ পরীক্ষা দিয়ে গেছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে একটি বড় চক্র জড়িত।
রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক মহিব্বুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে জালিয়াতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৫:৫৭ অপরাহ্ণ