১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:৫৬

৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন। এর আগে গত ১২ জুন ডিএসইতে ৩৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে আগের দিনের তুলনায় ৬৪ কোটি ৪২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪০২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৬টির। আর অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৩৯ পয়েন্টে। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ২৪১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৩:৫৮ অপরাহ্ণ