২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:০৫

আইনজীবীকে সাজা : ভূরুঙ্গামারী এসি ল্যান্ডকে তলব করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক:

দিনাজপুরের বীরগঞ্জে এসি ল্যান্ডের কক্ষে বসা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে জ্যেষ্ঠ এক আইনজীবীকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দেয়ার ব্যাখ্যা জানাতে হাইকোর্টে তলব করা হয়েছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী এসি ল্যান্ড বিরোদা রানী রায়সহ তিন জনকে।

গত সপ্তাহে ঘটনার সময় বিরোদা রানী বীরগঞ্জের এসি ল্যান্ড হিসেবে কর্মরত ছিলেন।

আগামী ২৭ ডিসেম্বর বিরোদা রানীসহ তলব করা তিনজনকে হাইকোর্ট হাজির হতে হবে।

রোববার বিচারপতি মো. হাবিবুল গণি ও কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমলে নিয়ে আদালত আজ এ আদেশ দেন।

এরআগে চলতি মাসের শুরুর দিকে লক্ষীপুরের জেলা প্রশাসকের বাস ভবন এলাকার কাকলি শিশু অঙ্গনের (বেসরকারি প্রাথমিক বিদ্যালয়) প্রবেশমুখে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলাম ও সাবেক সিভিল সার্জন সালাহ উদ্দিন শরীফের মধ্যে বাগবিতণ্ডার পর হাতাহাতির ঘটনা ঘটে। পরে সালাহ উদ্দিনকে আটক করে জেলা প্রশাসকের কার্যালয়ে নেয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে পুলিশ সালাহ উদ্দিনকে কারাগারে পাঠান।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৪:১২ অপরাহ্ণ