২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:৩৩

কুতুববাগ দরবারের অবৈধ তোরণ ভেঙে দিয়েছে সিটি করপোরেশন

নিজস্ব প্রতিবেদক:

কুতুববাগ দরবার শরীফের বার্ষিক ওরশের জন্য অনুমতি ছাড়াই ঢাকার ফার্মগেটে শহীদ আনোয়ারা পার্কে বানানো অস্থায়ী তোরণ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ওরসে আসা লোকজনের জন্য পার্কের ভেতরে মঞ্চ তৈরির জন্য রাখা বাঁশ এবং অন্যান্য সরঞ্জামও জব্দ করা হয়েছে। উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা অজিয়র রহমানের নেতৃত্বে একটি দল রোববার সকালে এই অভিযান চালায়। বেলা সাড়ে ৯টা পর্যন্ত ওই অভিযান চলার সময় কুতুববাগ দরবার শরীফের কেউ কোনো বাধা দেয়নি।

অজিয়র রহমান বলেন, ‘গত বছরই তাদেরকে শেষবারের মত অনুমতি দেয়া হয়োছিল। তারা অনুমতি ছাড়াই রাতের আধারে সেখানে অবৈধভাবে গেট তৈরি ও প্যান্ডেল নির্মাণ করছিল। আজ আমরা সকালে সেটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। আর পার্কের ভেতরে বাঁশ জমিয়ে রেখেছিল। এগুলো আমরা সরিয়ে দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আগামীতে যদি আবার দখলের চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’ বিগত কয়েক বছর ধরে ফার্মগেট আনোয়ারা পার্ক ও আশপাশের রাস্তা দখল করে প্রায় মাসব্যাপী মাহফিল (ওরশ) করে আসছেন কুতুববাগ দরকার। কিন্তু গত বছর নানা সমালোচনার মুখে পার্ক দখল করে কুতুবাগের মাহফিলকে নিষিদ্ধ ঘোষণা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

নিষিদ্ধ ঘোষণার কয়েক ঘণ্টা পর প্রয়াত মেয়র আনিসুল হকের সাথে কয়েক দফা বৈঠক করে শর্ত সাপেক্ষে শেষবারের মতো মাহফিলের অনুমতি চেয়ে নেয় কুতুববাগ দরবার শরিফ। গত বছর বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় চলতি বছরের ২৩ জানুয়ারি হঠাৎ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা। সেদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুতুববাগ দরবার শরিফের প্রধান খাদেম অ্যাডভোকেট মির্জা মাহবুব সুলতান বাচ্চু বলেছিলেন, ‘আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর ঢাকার বাইরে নারায়ণগঞ্জে মাহফিল করব। সেখানে আমাদের নিজেদের সম্পত্তি রয়েছে। সেখানেই আমরা মাহফিল করার সিদ্ধান্ত নিয়েছি, এটা কারো চাপে নয়; নিজেদের ইচ্ছায়।’

অথচ এ বছর প্রয়াত মেয়র আনিসুল হককে দেওয়া কথা ও তার নির্দেশ বেমালুম ভুলে গেছেন তারা। অনিসুল হকের মৃত্যুর ১০ দিনের মাথায় আবার শুরু করে মাহফিল করার কার্যক্রম।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ৩:৪৯ অপরাহ্ণ