নিজস্ব প্রতিবেদক:
ডিবি পুলিশ পরিচয়ে প্রায় দশ লাখ টাকাসহ ময়মনসিংহের দুই ব্যক্তি অপহরণের ১৩ দিন পর শিল্পাঞ্চল গাজীপুর থেকে তিন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপার কনফারেন্স হলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত ৩ ডিসেম্বর ত্রিশালের বৈলর থেকে মাছ ব্যবসায়ী ওসমান গনি ও অংশীদার নুরে আলম ব্যাংক থেকে প্রায় দশ লাখ টাকা তুলে আড়তে যাবার পথে দুই ব্যক্তি তাদের গতিরোধ করে। পরে আটক ভুয়া তিন ডিবি পুলিশ একটি সিএনজি পাম্প থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে হ্যান্ডকাপ পরিয়ে মাইক্রোবাসে ঢাকার পথে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে জেলা গোয়েন্দা পুলিশ রাজধানী ঢাকার আশপাশের বিভিন্ন স্থানে কয়েক দফা অভিযান চালায়। অবশেষে গত দুইদিন অভিযান চালিয়ে শিল্পাঞ্চল গাজীপুর থেকে ভুয়া ডিবি পুলিশ শেরপুরের সুমন (৪০), শরীয়তপুরের আক্কাছ (৪২) ও বাগেরহাটের পলাশ (২৮)কে আটক করে।
অপহরণ কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, ডিবি পোশাক, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, ২টি খেলনা পিস্তল, নির্দেশক বাতি, এবং দেড় লাখ টাকা উদ্ধার করে। আটকদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়। এসময় সহকারী পুলিশ সুপার আল আমীন, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে আটকদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে বলে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান।
দৈনিক দেশজনতা /এমএইচ