১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। ঘন কুয়াশার কারণে রোববার ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

বিআডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোরের দিকে হঠাৎ করেই কুয়াশা বাড়তে থাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এরপর কুয়াশা কেটে গেলে সাড়ে ১১টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

রোববার ভোরে হঠাৎ করেই কুয়াশা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। দূর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে। এতে করে কাঁঠালবাড়ী ঘাটে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ৫টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৭, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ