২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫১

বিশ্বকাপ থেকে স্পেনকে বাদ দেয়ার হুমকি ফিফার

স্পোর্টস ডেস্ক:

সভাপতি অ্যাঞ্জেল মারিয়া ভিলারকে বহিষ্কার করে বিপদে পড়তে যাচ্ছে স্পেনের ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। সাবেক এই সভাপতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে স্পেনকে আসন্ন রাশিয়া বিশ্বকাপ থেকে বাদ দেয়ার হুমকি দিয়েছে তারা। বহিষ্কৃত সভাপতির অভিযোগে ফিফা জানতে পেরেছে যে, আরএফইএফের কার্যক্রমে রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। যেটা ফিফার আইনের পরিপন্থী।

অভিযোগ আমলে নিয়ে স্পেনের ফুটবল ফেডারেশনকে (আরএফইএফ) সতর্ক করে দিয়েছে ফিফা। তারা জানিয়েছে, যদি রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়টি প্রমাণ হয়, তবে নিষিদ্ধ করা হবে স্পেনকে। এতে আসন্ন বিশ্বকাপে অংশ নিতে পারবে না ২০১০ সালের চ্যাম্পিয়নরা।

একই অভিযোগে নিষিদ্ধ হয়েছিল কুয়েত। এমনকি ২০১০ সালে তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটার নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন স্পেনকে। তখন দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ৭:৪৫ অপরাহ্ণ