১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৮

লিবিয়ায় বিমানঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

লিবিয়ার দক্ষিণে একটি বিমানঘাঁটিতে হামলায় ১৪১ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বিদ্রোহী জেনারেল খালিফা হাফতারের অনুগত সেনা। শুক্রবার হাফতারের বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত জাতীয় ঐক্যমতের সরকারের অনুগত বাহিনী থার্ড ফোর্সের সেনারা বৃহস্পতিবার বিমানঘাঁটিতে হামলা চালায়।জেনারেল হাফতারের স্বঘোষিত লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমাদ আল-মেসমারি শুক্রবার জানিয়েছেন, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। তারা ব্রাক আল শাতি ঘাঁটিতে কাজ কর্মরত ছিল অথবা ঘাঁটির আশেপাশে ছিল।তিনি বলেন, ‘সেনারা সামরিক কুচকাওয়াজ শেষ করে ফিরছিল। তার সশস্ত্র ছিল না। তাদের অধিকাংশকে হত্যা করা হয়েছে।’এদিকে লিবিয়ার ঐক্যমতের সরকার এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, তারা এ ধরণের কোনো হামলার নির্দেশ দেননি।সরকারের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই হামলার ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। দায়ীদের চিহ্নিত করার আগ পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী আল মাহদি আল বারঘাতি ও থার্ড ফোর্সের প্রধানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মে ২০, ২০১৭ ১১:২৪ পূর্বাহ্ণ