২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৪

কুয়া থেকে চিতাবাঘ উদ্ধার করলেন পশুচিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের আসামের গোয়াহাটি অঞ্চলে একটি চিতাবাঘ লোকালয়ে এসে একটি শুকনো কুয়ায় পড়ে আটকে যায়। প্রায় দু’ঘণ্টা চেষ্টার পর আসামের বন বিভাগের কর্মকর্তারা ও একজন পশুচিকিৎসক মিলে চিতাবাঘটিকে কুয়া থেকে উদ্ধার করতে সক্ষম হন।

গত বুধবার প্রায় ৩০ ফুট গভীরে ওই চিতাবাঘটি পড়ে গিয়েছিল বলে জানিয়েছে আসাম ট্রিবিউন। উদ্ধার হওয়ার আগে বাঘটিকে উৎসুক মানুষের ক্যামেরার দিকে তাকিয়ে গর্জন করতে দেখা যায়। পরে পুলিশ, বন বিভাগের কর্মকর্তারা স্থানীয় লোকজনের সহায়তা চিতাবাঘটি উদ্ধার করে।

চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য প্রথমে সেটিকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করা হয়। পরে পশুচিকিৎসক বিজয় গোগো কুয়ায় নেমে রশি দিয়ে চিতাবাঘটিকে বেঁধে ফেললে, সেটিকে স্থানীয়রা কুয়া থেকে টেনে তোলেন। বর্তমানে চিতাবাঘটি আসাম রাজ্যের চিড়িয়াখানায় রয়েছে।

গত কয়েক সপ্তাহের মধ্যে বেশ কয়েকবার ভারতের বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে এসে আটকে পড়ার ঘটনা ঘটেছে। এর আগে আসামে একটি চিতাবাঘ লোকালয়ে ঢুকে একজন ষাটোর্ধ ব্যক্তিকে হত্যা করে। এরপর স্থানীয় প্রায় ১০০ জন লোক চিতাবাঘটিকে কোণঠাসা করে মেরে ফেলে। পরে তারা সেটিকে কেটেকুটে খেয়েও নেয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১২:৫৭ অপরাহ্ণ