১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৫

প্রশ্নপত্রে বানান ভুলের কারণে চাকরি গেল ২ শিক্ষিকার

আন্তর্জাতিক ডেস্ক:

পরীক্ষার প্রশ্নপত্রে ভুল বানান থাকায় চাকরি খোয়ালেন দুই শিক্ষিকা। সেইসঙ্গে জরিমানা ধার্য করা হয়েছে প্রশ্নপত্র ছাপানোর সঙ্গে জড়িতদের। এ ঘটনা ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। রাজস্থান মাধ্যমিক শিক্ষা পরিষদের অধীনে ক্লাস টেনের হাফ ইয়ার্লি পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্রে ভুল থাকার কারণেই পরিষদের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা২৪ এর খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি লেখায় কয়েকটি বানান ভুল দেখতে পাওয়া যায়। এরপরই পরিষদের তদন্তে উঠে আসে এক শিক্ষিকার নাম। তিনিই প্রশ্নপত্রটি তৈরি করেন। সেইসঙ্গে কোপ পড়ে আরও এক শিক্ষিকার ওপর। প্রশ্নপত্র তৈরির পর তিনি তা রিভিও করেন। জয়পুর জেলা শিক্ষা দফতরের প্রধান বলেন, ওই দুই শিক্ষিকার পাশাপাশি যেখান থেকে প্রশ্নপত্রটি ছাপা হয়েছিল তাদের তরফেও বেশ কয়েকটি ভুল লক্ষ করা গেছে।

প্রসঙ্গত, রাজস্থানজুড়ে মাধ্যমিক স্তরে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৬, ২০১৭ ১১:০৩ পূর্বাহ্ণ