১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমুল সংস্কার প্রয়োজন : আ স ম আবদুর রব

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থাপনার আমুল সংস্কার প্রয়োজন। এ জন্যই সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডাঃ এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করা হয়েছে। তিনি দেশের সব প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিসহ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সমাজ শক্তি ও সব শ্রেণি-পেশার জনগণকে যুক্তফ্রন্টের অংশীদার হয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।

আজ ১৬ ডিসেম্বর ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আ স ম রব এ সব কথা বলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব:) আবদুল মান্নান, জেএসডি সাধারন সম্পাদক জনাব আবদুল মালেক রতন, জেএসডি সিনিয়র সহ সভাপতি এম এ গোফরান, গণ সাংস্কৃতিক দলের আহবায়ক আল মামুন, জেএসডি নেতা আতাউল করিম ফারুক, মো: সিরাজ মিয়া, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন প্রমুখ।

আবদুর রব আরো বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও দেশে গণতন্ত্র, অবাধ সুষ্ঠু নির্বাচন, শোষণ মুক্তি ও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। সাধারণ মানুষের জীবন-ধারন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। তারা প্রায় সব ক্ষেত্রে ন্যায্য অধিকার ও ন্যায় বিচার থেকে বঞ্চিত। অধঃস্তন আদালতের চাকরর শৃংখলা বিধি শাসন বিভাগের অধীনে ন্যস্ত করে ন্যায় বিচারের সব সম্ভাবনাই তিরোহিত করা হয়েছে। এসব কিছুই মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী।

দৈনিক দেশজনতা /এন আর

 

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ৮:২০ অপরাহ্ণ