২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:০০

মাইলসকে আইনি নোটিশ দিলেন শাফিন

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় ব্যান্ড দল মাইলস নিয়ে আইনি নোটিশ প্রকাশ করলেন দলটির ভোকালিস্ট শাফিন আহমেদ। ‘মাইলস’ নামটি কতিপয় ব্যক্তি অনুমতিবিহীন ব্যবহার করছে, কাউকে এ নামটি ব্যবহার না করার জন্য অনুরোধ করেছেন শাফিন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এ আইনি নোটিশ ইস্যু করেছেন।

আইনি নোটিশে বলা হয়েছে, আমার মক্কেল মাইলস ব্যান্ড লিমিটেডের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা শাফিন আহমেদ। বর্তমানে মাইলস ব্যান্ড ‘মাইলস ব্যান্ড লিমিটেডে’-এর সম্পত্তি। ইদানীং দেখা যাচ্ছে, কতিপয় ব্যক্তি মাইলস ব্যান্ড লিমিটেডের অর্থাৎ শাফিন আহমেদের অনুমতি ছাড়াই ‘মাইলস’ নাম ব্যবহার করে গান পরিবেশন করছেন। যার একক অধিকার শুধু শাফিন আহমেদের। অনুমতি ছাড়া কোনো প্রকার পরিবেশনায় না যাওয়ার জন্য মিউজিসিয়ানসহ সংশ্লিষ্টদের অনুরোধ করা হচ্ছে। অন্যথায় যেকোনো আইনি ব্যবস্থা নেবেন শাফিন আহমেদ।

এ বিষয়ে  শাফিন আহমেদ বলেন, ‘হ্যাঁ, নোটিশটি আমার ফেসবুক ফ্যান পেজে প্রকাশ করা হয়েছে। দলের ওনারশীপের বিষয়ে আপাতত কথা বলতে চাই না। এখন এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। খুব শিগগির সবাইকে ডেকে এ বিষয়ে কথা বলব।’

২০১০ সালের জানুয়ারিতে মাইলস থেকে বেরিয়ে গিয়েছিলেন শাফিন আহমেদ। যদিও ওই বছরের নভেম্বরে পুনরায় দলে ফেরেন তিনি। এরপর সবই ঠিকঠাক চলছিল কিন্তু চলতি বছরের অক্টোবরে আবারো তার দল ত্যাগ করার গুঞ্জন উঠে। যদিও দল ত্যাগের বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য দেননি শাফিন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ৬:৩৪ অপরাহ্ণ