বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ করবে বিএনপি। আগামী সোমবার রাজধানীসহ সারা দেশে এই কর্মসূচি পালন করবে দলের নেতা-কর্মীরা। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে এক অনুষ্ঠানে এই কর্মসূচি ঘোষণা করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের বাসায় তার ৮৫তম জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দলের এই কর্মসূচি ঘোষণা করেন তিনি। দলের ঘোষিত এ কর্মসূচি পালনে সবার প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা এবং দলের সিনিয়র নেতাসহ লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর ঢাকা মহানগরীসহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দৈনিক দেশজনতা /এন আর