১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

টি-১০ ক্রিকেটে আফ্রিদির হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক:

এখন আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন না শহীদ আফ্রিদি। তবে, ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। ব্যাটে ও বলে আলো ছড়াচ্ছেন। গতকাল একটি রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। সেটি হচ্ছে ক্রিকেট ইতিহাসে প্রথবারের মতো আয়োজিত টি-১০ ক্রিকেটে প্রথমবারের খেলোয়াড় হিসাবে হ্যাটট্রিক করেছেন তিনি। টুর্নামেন্টে তিনি পাখতুনস দলের অধিনায়কত্ব করছেন। বৃহস্পতিবার সারজায় অনুষ্ঠিত মারাঠা অ্যারাবিয়ান্সের বিপক্ষে ম্যাচটিতে ২৫ রানের জয় পায় আফ্রিদির দল।

মারাঠা অ্যারাবিয়ান্স তখন পাখতুনসের দেয়া ১২২ রানের জয়ের টার্গেটে ব্যাট করছিল। ইনিংসের পঞ্চম ওভারে বোলিংয়ে ছিলেন শহীদ আফ্রিদি। এই ওভারেই তিনি হ্যাটট্রিক করেন।

ওভারের প্রথম বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ বানিয়ে রিলি রুশোকে ফেরান তিনি। দ্বিতীয় বলে ডোয়াইন ব্রাভোকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। তৃতীয় বলে বীরেন্দের শেওয়াগকেও তিনি এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৫, ২০১৭ ১২:১১ অপরাহ্ণ