১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৫৪

কাহারোলে ১২৭ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার ৩

 দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের কাহারোল সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নিদের্শনা মোতাবেক ও পরামর্শে গত ১৩ ডিসেম্বর’১৭ সন্ধ্যা ৬ টা হতে সারারাত ব্যাপী কাহারোল থানার এস,আই মহিদুল ইসলাম ও এস,আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে এস,আই এরশাদ, এস,আই মোবারক হোসেন, এ,এস,আই কাদের, এ,এস,আই মজিবর এ,এস,আই বিকাশ রায় এর সহযোগিতায় সঙ্গীয় ফোর্স সহ উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ঈশ্বরগ্রাম ও ঈশানপুর মুটুনী হাটে পর পর ২ বার অভিযান চালিয়ে ১২৭ পিচ ইয়াবা ও মাদক স¤্রাট সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ঈশ্বরগ্রামের মৃতঃ সাজ্জাদ আলীর পুত্র ইয়াবা স¤্রাট রাব্বানী (৩৬) ও একই গ্রামের আব্দুল ওহাবের পুত্র বাবুল ইসলাম (২৮) ঈশানপুর গ্রামের দলিল উদ্দীনের পুত্র রাসেল (২২) কে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক ২ টি মামলা দায়ের করেন।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৯:৩৩ অপরাহ্ণ