৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২০

ঝিনাইদহে মাহমুদুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা

ঝিনাইদহ প্রতিবেদক:

ঝিনাইদহে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের নামে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা হয়েছে। আজ সকালে ইসলামী বিশ্বদ্যিালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহীন ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে মামলাটি দায়ের করেন। মোকর্দ্দমা ধারা ১২৩(ক)/১২৪(ক)/৫০১/৫০২/৫০৫ দ:বি:।

মামলার বিবরণে জানা গেছে, আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান গত ০১ ডিসেম্বর দুপুরে ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভুমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় বাংয়লাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে নিন্দা ও দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বক্তৃতা করেন। তিনি বাংলাদেশকে ভারতের একটি কলোনিরাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেন এবং শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিকী সম্পর্কে মিথ্য ভিত্তিহীন বক্তব্য দেন। তিনি বঙ্গবন্ধুর বংশ ও পরিবারের জীনগত বৈশিষ্ঠের কথা উল্লেখ পুর্বক তাচ্ছিল্যভাবে মানহানিকর ও অসম্মানজনক বক্তব্য রাখেন, যা দেশ জাতি ও হতিহাসকে হেয় করার শামিল। এ বক্তব্য রাষ্ট্রদ্রোহিতা ও এক হাজার কোটি টাকার পরিমান সম্মানহানি হয়েছে বলে মামলা বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৮:৫২ অপরাহ্ণ