১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

কলকাতায় পাঁচ দিনব্যাপী বিজয় উৎসব আজ শুরু

অনলাইন ডেস্ক:

মহান বিজয় দিবস উপলক্ষে এবারও কলকতায় ‘বাংলাদেশ এর বিজয় উৎসব’ আয়োজন করবে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। পাঁচ দিনব্যাপী এ উৎসব শুরু হবে ১৫ ডিসেম্বর (শুক্রবার); চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। বন্ধুপ্রতিম দু’দেশের সম্পর্ককে আরও নিবিড় করার জন্য এ বিজয় উৎসবের আয়োজন করা হচ্ছে।

কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনে নিযুক্ত প্রেস সচিব মুফাকখারুল ইকবাল জানান, এই উৎসব উপলক্ষে প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই দিনগুলোতে দু’দেশের মন্ত্রী পর্যায়ের বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন।

তিনি আরও জানান, বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে পাঁচদিনই কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ আলোচনা সভা।

দৈনিক দেশজনতা /এন আর

 

 

 

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৮:১৯ অপরাহ্ণ