১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৫

ক্যাম্পে ফিরছে না ৪ হাজার রোহিঙ্গা

উখিয়া প্রতিনিধি:

মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের বিভিন্ন স্থানে অবস্থান নেয়া রোহিঙ্গারা ক্যাম্পে ফিরে এসে নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু সীমান্তের তুমব্রু কোনারপাড়া শূন্যরেখায় অবস্থান করা ৬ শতাধিক পরিবারের ৪ হাজার রোহিঙ্গা এ পর্যন্ত ক্যাম্পে ফিরে আসেনি। প্রশাসন তাদের ক্যাম্পে ফেরাতে বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণ করেলেও ব্যর্থ হয়েছে। গ্রামবাসীর দাবী এসব রোহিঙ্গাদের কারণে চুরি, ডাকাতিসহ অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগের বৃহস্পতিবার সকালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়া ঘুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, গত ২৫ আগস্ট রাতে এসব রোহিঙ্গারা সীমান্তের কাঁটা তারের বেড়া কেটে জিরো পয়েন্ট দিয়ে প্রবাহিত হয়ে তুমব্রু খালের পাড়ে ঝুপড়ী বেঁধে আশ্রয় নেয়। পরে বিভিন্ন এনজিও সংস্থা এসব রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র ও চিকিৎসা সেবা দিয়ে আসছে।
ঘুমধুম ইউপি চেয়ারম্যান একে জাহাঙ্গীর আজিজ জানান, এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে নিতে প্রশাসন বেশ কয়েকবার উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু তারা এসব ক্যাম্পে ফিরতে অনাগ্রহ প্রকাশ করছে। তিনি বলেন, ‘স্থানীয় কিছু দালাল চক্র রোহিঙ্গাদের দেয়া ত্রাণ সামগ্রীর ফায়দা লুটার জন্য স্থান ছেড়ে কোথাও না যাওয়ার উস্কানি দিচ্ছে।’ সেখানে বসবাসরত রোহিঙ্গা নাগরিক কলিম উল্লাহ (৩০) জানায়, তারা যেখানে আছে সেখান থেকে তাদের গ্রামের ও রাখাইনে অবস্থান করা স্বজনদের খোঁজ খবর নিতে পারছে। তাই তারা ক্যাম্পে ফিরে যাওয়ার চাইতে যেখানে আছে সেখানেই অবস্থান করা ভাল মনে করছে।
তুমব্রু গ্রামের গুরা মিয়া, শাহজাহানসহ একাধিক বাসিন্দা জানান, ওই রোহিঙ্গারা শূন্য রেখায় অবস্থান নিয়ে এপার থেকে ওপারে আবার ওপার থেকে এপারে এভাবে আসা-যাওয়া করার কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। পাশাপাশি চোরাচালান মাদক পাচার সহ অনৈতিক কাজকর্ম বেড়ে যাওয়ায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। গ্রামবাসীর দাবী অবিলম্বে এসব রোহিঙ্গাদের ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হোক।
দৈনিকদেশজনতা/ আই সি
প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ