২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:২৪

রোহিঙ্গাদের জন্য ১৪ মিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক:

আশ্রিত রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্র ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রতি ডলার ৮২ টাকা হিসেবে প্রায় ১১৯ কোটি টাকা) অনুদান দেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। তিনি বলেছেন, মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সেবায় বাংলাদেশের সঙ্গে থাকতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে সাক্ষাৎ করতে এসে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, রোহিঙ্গাদের মধ্যে বিদ্যমান সংক্রামক রোগ আমাদের জনগণের মাঝেও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সতকর্তা অবলম্বন করছে।
এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ প্রমুখ।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১৪, ২০১৭ ৪:৩৮ অপরাহ্ণ