নিজস্ব প্রতিবেদক:
ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও ২০ জন। বুধবার রাজধানী সানায় বেশ কয়েকবার হামলা চালানো হয়। হুতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যেই অনেকের মৃতদেহই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছে।
দুই বছরের বেশি সময় ধরে ইরান সমর্থিক হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে সৌটি জোট। বুধবার ভোরে সৌদি বিমান সানার শোয়ায়েব এলাকায় ইয়েমেনি সামরিক পুলিশের প্রধান দফতরগুলোতে বোমা হামলা চালায়।
সম্প্রতি, সিরিয়া থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে রাশিয়া। দেশটি আকস্মিক এক সফরে সেনাবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিজেদের সৈন্যদের দেশে ফিরিয়ে নেয়ার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
দৈনিক দেশজনতা/এন এইচ