২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৫

বাঞ্ছারামপুরে সরকারি নিয়ম না মেনে, নিজের বানানো প্রশ্নপত্র দিয়ে পরিক্ষা অনুষ্ঠিত

 বাঞ্ছারামপুর প্রতিনিধি:
ব্রাক্ষনবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলার মডেল  সরকারি প্রাথমিক বিদ্যুালয়ের প্রধান শিক্ষক বোর্ডের নিয়ম না মেনে, নিজের বানানো প্রশ্ন পত্র দিয়ে পরিক্ষা নিয়েছে তাও (বার্ষিক পরিক্ষা) চতুর্থ শ্রেনীর সকল ছাত্র / ছাত্রী দের আজ প্রথম পরিক্ষা ইংলিশ। খোজ নিয়ে জানা যায় যে, সে ব্যাক্তিগত উদ্দ্যগে এমন কাজটি করছে।তবে কেহ ভাল রেজাল্ট করবে না এমন অভিযোগ সকলের।।বাঞ্ছারামপুর মডেল সঃপ্রাঃবিঃ সরকারি নিয়ম ভঙ্গ করে অনিয়মের মাধ্যমে প্র:শিক্ষকের নিজের তৈরী প্রশ্নে পরীক্ষা নেয়ার অভিযোগ। ১ টি সরকারী প্রশ্ন, অন্যটি স্কুলের নিজের তৈরী প্রশ্ন।এমন অবস্থা কি করে সম্ভব বললেন এক অভিভাবক এভাবে আজ শিক্ষার মান কোথায় গিয়ে দাড়াল,মেধা বিকাশের ক্ষতিকারকের দায় ভার তাকেই নিতে হবে।আরে জানা যায় মডেল সরকারি স্কুলের ছাত্র ছাত্রী তার কাছে প্রাইভেট না পরার কারনে এমন জগন্নতম কাজটি করতে বাধ্য হল।অনেক চেষ্টার করেও প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করা যায়নি।এ নিয়ে পোরে এলাকায় থম থমে উত্তেজনা বিরাজ করছে।উপজেলার টিও সাহেব মো. নৌশাদ এর সাথে কথা মোঠোফোনে জানতে চাইলে  তিনি বলেন  আমিও শুনেছি এবং তাকে ডেকে  আনা হবে তার সঠিক কারন দেখাতে ।উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলামের কাছে দেখা করে দুটি প্রশ্নপএ দিয়ে জানতে চাইলে তিনি বলেন, সে এরকম ভাবে করতে পারেনা এটা তার অনিয়ম  এবং সাথে সাথে মোঠোফোনে নৌশাদ সাহেব কে বলেন তদন্ত কমিটি করার জন্য।একের পর এক এভাবে ২ টি পরিক্ষার প্রশ্ন এরকম করেছে।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ৯:০৭ অপরাহ্ণ