শরীয়তপুর প্রতিবেদক:
শরীয়তপুরে গাড়ির অতিরিক্ত চাকা থেকে ১১ কেজি গাঁজা উদ্ধারসহ ৫জনকে আটক করেছে জেলা ট্রাফিক পুলিশ। এ সময় আটকৃতদের কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার মোড় থেকে তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে পালং মডেল থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ধর্মপুর দোনবাড়ি গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে সোহাগ উদ্দিন (২৪), চর লক্ষিপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে খলিল হোসেন (২২), কুমারভোগের খোরশেদ আলমের ছেলে জসিম উদ্দিন (২৮), শিতলিয়ার হাকিম আলীর ছেলে শরীফ মিয়া (২৪) ও বালুমুড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বাবুল হোসেন (২২)।
ট্রাফিক পুলিশের এটিএসআই অসিম কুমার পাল ও টিএসআই সুব্রত কুমার আচার্য জানায়, গত ১০ ডিসেম্বর রোববার সকাল সারে ৯টায় মনোহর বাজার এলাকায় মংলা-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কে ট্রাফিক চেক পোস্টের সামন দিয়ে কুমিল্লা মেট্রো ন-১১-০১২২ নামে একটা পিকআপ ভ্যান যাওয়ার সময় ট্রাফিক পুলিশ গড়িটি থামাতে বলে। এ সময় পুলিশ পিছু নিলে চালক দ্রুত গতিতে গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পুলিশ পিকাপ ভ্যান তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করে।
আজ বুধবার গাড়ীটি ছাড়ানোর জন্য কুমিল্লা থেকে শরীয়তপুরে এসে উল্লেখিত আসামিরা বিভিন্ন মাধ্যমে ট্রাফিক পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করলে কৌশলে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে গাড়ির অতিরিক্ত চাকার মধ্য থেকে আরো ৬ কেজি গাঁজা উদ্ধার হয়।
দৈনিক দেশজনতা /এন আর