১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩১

ময়মনসিংহের দুই উপজেলায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের মুক্তাগাছায় তিনজন এবং গফরগাঁওয়ে চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তারের পর দুপুরে ময়মনসিংহ জেলা আদালতে সোপর্দ করা হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ খান জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল, সুমন, মঞ্জুরুল তিনজন জিআর পরোয়ানাভুক্ত আসামিকে এবং একজন পিআর আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মোল্লা জানান, তিনজন জিআর ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ৩:৫৭ অপরাহ্ণ