নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশ ভ্রমণরত সাংবাদিকদের ওপর নজরদারি সংক্রান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলার ‘একদলীয় বাকশালের’ বহিঃপ্রকাশ।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় নেতা শিরিন সুলতানা, এবিএম মোশাররফ হোসেন, আবদুস সালাম আজাদ, ফরিদা ইয়াসমীন বক্তব্য রাখেন।
রুহুল কবির রিজভী বলেন, সরকার বিএনপিকে ‘ভয় পায়’বলেই নেতা-কর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। তারা আতঙ্কে আছে। কখন কোন ফাঁক দিয়ে বিএনপি বেরিয়ে পড়ে।
রুহুল কবির রিজভী বলেন, আজকে দেশে দুঃশাসনের মধ্যেও কেউ কেউ প্রতিবাদ করছেন, স্বাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কেউ কেউ প্রতিবাদ করছেন। যেমন প্রধান বিচারপতি করছেন। প্রধান বিচারপতি যখন শাসন বিভাগ ও বিচার বিভাগের হস্তক্ষেপ নিয়ে কথা বলেন, তখন তাদের গায়ে জ্বালা ধরে যায়।
দৈনিক দেশজনতা/ এন আর