১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১২

দক্ষিণ সুদানে উপগোত্রের মধ্যে সংঘর্ষে নিহত ৭০

আন্তর্জাতিক ডেস্ক:

দক্ষিণ সুদানে দু’টি উপগোত্রের মধ্যে সংঘর্ষে একশ ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। সে দেশের একজন সাংসদ ধারুয়াই মাবর টেনি এ কথা জানান।

সাংসদ ধারুয়াই জানান, দক্ষিণ সুদানের পশ্চিমের লেক অঞ্চলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে আরও দুই শতাধিক লোক আহত হয়েছে।

নাইরোবি থেকে বিবিসির ফার্দিনান্দ ওমোন্দি জানান, সেখানে সংঘর্ষের ঘটনা নৈমিত্তিক ঘটনা। তবে হতাহতের এ ঘটনা একেবারে দুঃখজনক। এরকম পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সালভা কির।

সাংসদ ধারুরাইবার্তা সংস্থা রয়টার্সকে জানান, গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের একশ ৭০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে তিনশ ৪২ বাড়ি এবং এক হাজার আটশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

প্রেসিডেন্ট সালভা কিরের একজন মুখপাত্র জানান, তাদের বিশ্বাস জরুরি পরিস্থিতি ঘোষণার ফলে সহিংসতা কিছুটা হলেও কমবে। সূত্র : বিবিসি

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১৩, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ