১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি বিলাল হুসাইনকে (৪৮) গ্রেফতার করছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার হারগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিলাল হুসাইন উপজেলার কুমারী ইউনিয়নের হারগাড়ী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, সকালে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ