নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে কোনাবাড়ী, কবিরপুর এবং গোড়াই পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট দেখা দেয়। যানজটের কারণে মহাসড়ক দিয়ে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছে।
হাইওয়ে পুলিশ জানান, মহাসড়কের গোড়াই এলাকায় রাস্তা ডেবে যাওয়ার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বাসুদেব সিনহা জানান, বৃষ্টির কারণে মহাসড়কের গাড়ী সাইট দেয়ার সমস্যা সৃষ্টি হয়েছে। মহাসড়ক ডেবে যাওয়ায় সমস্যা আরো বেশি হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ