২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৪৬

সিপিবির অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে মঙ্গলবার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ব্যানারে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ-কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন- জেলা সিপিবির সভাপতি ইসলাম সেন্টু। বক্তব্য দেন, সিপিবি নেতা, অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, তৌফিকুল ইসলাম। স্মারকলিপি পাঠ করেন জেলা সিপিবির সম্পাদক অ্যাডভোকেট আবু হাসিব।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন নেতারা। স্মারকলিপিতে অবিলম্বে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব বাতিল করে যৌক্তিভাবে বিদ্যুৎ উৎপাদন ও দাম নির্ধারণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৩:১১ অপরাহ্ণ