২০শে জানুয়ারি, ২০২৫ ইং | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:০২

সিসি’র সঙ্গে বৈঠক করতে কায়রোতে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় তার আকস্মিক সফর শেষে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে বৈঠক করতে সোমবার কায়রোতে পৌঁছেছেন। বিমান বন্দরের একজন কর্মকর্তা এ কথা জানান। খবর এএফপি’র।

রাশিয়ার সংবাদ সংস্থার রির্পোটে বলা হয়েছে, পুতিন সোমবার এক আকস্মিক সফরে সিরিয়ায় মস্কো’র বিমান বাহিনীর হমেইমিম ঘাঁটিতে যান। সেখানে তিনি সিরিয়া থেকে রুশ সৈন্য আশিংক প্রত্যাহারের নির্দেশ দেন। মিশরীয় বিমান বন্দরের ওই কর্মকর্তা জানান, পুতিনকে বহনকারী বিমানটি কায়রোতে গ্রিনিচ মান সময় ১০টা ১৫ মিনিটে অবতরণ করে। পুতিন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ কায়রো সফর করেন। তখন পুতিন ও সিসি ভূমধ্যসাগরীয় উপকূল দাবায় মিসরের প্রথম পারমাণবিক বিদ্যুত কেন্দ্র নির্মাণে ব্যাপারে ঐকমত্যে হয়।

মিশরীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পুতিনের সোমবারের সফরকালে ওই প্রকল্পের চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ২:১০ অপরাহ্ণ