নিজস্ব প্রতিবেদক:
রংপুরে ডাকাতি ও ছিনতাই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ওরফে মিলনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার ভোরে মিঠাপুকুর উপজেলার ঘোড়াগাছ ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নীলফামারীর সৈয়দপুর উপজেলার ভিপসো মোল্লাপাড়া গ্রামের সাইফুল ইসলাম ২০০৮ সালের ১ জানুয়ারি ঘোড়াগাছ ইউনিয়নের তেপানি পাইকারপাড়া গ্রামের আব্দুল মতিন ওরফে মিলনের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইয়ের মামলা করেন। মামলার অভিযোগপত্র দেওয়া হয় ২০০৮ সালের ১৭ মে। মামলাটি নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। গত বছরের ২৬ এপ্রিল সাক্ষ্য প্রমাণ শেষে নীলফামারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহাবুবুল আলম তাকে ১৭ বছরের কারাদণ্ড দেন। রায় ঘোষণার আগে থেকেই মতিন পলাতক ছিলেন। পরে আসামিকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
দৈনিক দেশজনতা/এমএম
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

