১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:১৮

বিচার বিভাগ প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে : মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

বিচার বিভাগ আবারো প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পরিষদ আয়োজিত ঢাবি সিনেটের রেজিস্টার গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচন ২০১৭ প্যানেল পরিচিতির এক অনুষ্ঠানে তিনি এ কথা বলে।
মির্জা ফখরুল বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি আচারণের গেজেট প্রকাশের মধ্য দিয়ে বিচার বিভাগ আবারো প্রশাসনের নিয়ন্ত্রণে চলে গেছে। বিচার বিভাগ আর স্বাধীন রাখা গেলো না বলেও জানান তিনি।
তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীন করতে গিয়ে প্রধান বিচারপতিকে দেশ ত্যাগ করতে হয়েছে। এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে বিএনপির ওপর মামলার খড়গ নেমে আসে।

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১:১৫ অপরাহ্ণ