১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে প্রায় ২ শতাংশ, নেতৃত্বে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

গেল বছর বিশ্বের ১০০টি শীর্ষ কোম্পানির অস্ত্র বিক্রি ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যা বিগত পাঁচ বছরের মধ্যে প্রথম। আর অস্ত্র বিক্রির নেতৃত্বে বরাবরের মতো রয়েছে যুক্তরাষ্ট্র। তার পরের অবস্থানে রয়েছে পশ্চিম ইউরোপ। বিশ্বের মোট অস্ত্র বিক্রির ৮২ শতাংশই তারা করেছে। দ্য স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) সোমবার এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

সিপরি এক বিবৃতিতে বলেছে, চীন ছাড়া বিশ্বের যে ১০০টি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি উৎপাদনকারী কোম্পানির ওপর গবেষণা চালানো হয়েছে, তারা ২০১৬ সালে ৩৭ হাজার ৪৮০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে। যা বিশ্বের জিডিপির প্রায় অর্ধেক। অস্ত্র বিক্রির শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর উল্লিখিত ১০০টি কোম্পানি যে অস্ত্র বিক্রি করেছে, তার প্রায় ৬০ শতাংশই দেশটির। সিপরি তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ পরিচালনা করছে এবং অন্যান্য দেশ থেকে বড় ধরনের ও আধুনিক অস্ত্রের চাহিদা আসছে। ফলে তাদের অস্ত্র বিক্রিও বেড়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর যুক্তরাষ্ট্র ও পশ্চিম ইউরোপের কোম্পানিগুলো মিলে মোট ৮২ দশমিক ৪ শতাংশ অস্ত্র বিক্রি করেছে। অন্যদিকে, রাশিয়ার কোম্পানিগুলোর অস্ত্র বিক্রি ক্রমাগত বাড়ছে। গত বছর দেশটির কোম্পানিগুলোর অস্ত্র বিক্রি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলো গত বছর অস্ত্রের বিক্রি বাড়িয়েছে ২০ দশমিক ৬ শতাংশ। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কারণে তাদের এ বিক্রি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ব্রাজিল ১০ দশমিক ৮ এবং তুরস্কের কোম্পানিগুলো গত বছর অস্ত্রের বিক্রি বাড়িয়েছে ২৭ দশমিক ৬ শতাংশ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ১২:৪২ অপরাহ্ণ