১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৫

সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল তিনি সিরিয়ায় রুশ সেনাদের একটি ঘাঁটি পরিদর্শনকালে এ ঘোষণা দেন।
লাতাকিয়ার কাছে হেইমিম বিমানঘাঁটিতে ওই সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও উপস্থিত ছিলেন। সিরিয়ার পর পুতিন মিসর সফরে যান। খবর বিবিসি ও আলজাজিরা।
চলতি বছর মার্চ মাসেও পুতিন এ ধরনের ঘোষণা দিয়েছিলেন; কিন্তু সিরিয়ায় রুশ সেনাদের অভিযান অব্যাহত ছিল। রুশ বার্তা সংস্থা রিয়া নোভাস্তিকে গতকাল পুতিন বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সেনাপ্রধানকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছি। তবে শর্তসাপেক্ষে সিরিয়ার প্রয়োজনীয় স্থানে কিছু সেনা অবস্থান করবে বলেও জানান তিনি। সন্ত্রাসীদের প্রতি হুশিয়ারি দিয়ে পুতিন বলেন, সন্ত্রাসীরা যদি আবারও জেগে ওঠে, তা হলে তাদের এমন সাজা দেওয়া হবে, যা তারা আগে দেখেনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সিরিয়া ও রাশিয়ার যে ক্ষতি হয়েছে, তা আমরা কোনো দিন ভুলব না।
এদিকে গত সপ্তাহে পুতিন ঘোষণা দিয়েছিলেন, সিরিয়ায় আইএস বিদ্রোহীদের পতন হয়েছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৯:৫৫ পূর্বাহ্ণ