১৮ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১২:৫৮

কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় চলাচল বন্ধ, মাঝনদীতে ৪ ফেরি

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ী জেলার দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কারণে মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে সোমবার দিবাগত রাত ৪টা থেকে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, ঘন কুয়াশায় মাঝনদীতে আটকা পড়েছে চারটি ফেরি। যাত্রী ও যানবাহনবোঝাই ওই চারটি ফেরি মাঝনদীতে নোঙর করেছে। আর ফেরি পারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের তিন শতাধিক যানবাহন অপেক্ষা করছে। এতে করে কিছুটা ভোগান্তিতেও পড়ছেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল গণমাধ্যমকে জানান, রাতে যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে ওই ফেরিগুলো মাঝনদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মহিউদ্দিন আরো জানান, পাটুরিয়া ঘাটে সাতটি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পন্টুন ও এর আশপাশে বেঁধে রাখা হয়েছে। কুয়াশা কমে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া যানবাহন পারাপার করা হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৯:৩৯ পূর্বাহ্ণ