১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

ভারতে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশে সোমবার একটি মালবাহী গাড়ির সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত ও অপর ছয়জন আহত হয়েছেন। উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ২৮৫ কিলোমিটার দক্ষিণপূর্বে মির্জাপুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মির্জাপুরে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘আজ সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক্টরের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ট্রাক্টরটিতে যাত্রী ছিল।’ ‘ঘটনাস্থলেই পাঁচ জন নিহত হয়। হাসপাতালে নেয়ার পথে আরো পাঁচ জন মারা যায়। অপর একজনকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর।’ স্থানীয় একটি মন্দিরে প্রার্থনা শেষে ট্রাক্টরে করে পুণ্যার্থীরা বাড়ি ফিরছিলো।

প্রতিবেদনে বলা হয়, সকালের কুয়াশার কারণে কম দৃশ্যমানতার কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।

দৈনিক দেশজনতা/এন আর  

 

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ৫:৩৪ অপরাহ্ণ