নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচন পরিচালনায় কমিটি করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে দলের ভাইস-চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুকে। সদস্য সচিব হিসেবে আছেন সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে আছেন বিএনপির নির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত রংপুর বিভাগের সকল নেতৃবৃন্দ এবং বিভাগস্থ জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এ সময় চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, সিটি করপোরেশনসহ পৌরসভার ট্যাক্স এবং গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি। যা আগামী ১৩ ডিসেম্বর সারাদেশে জেলা, মহানগর এবং ঢাকায় প্রতি থানায় থানায় পালন করা হবে। তবে রংপুর সিটি করপোরেশন নির্বাচনী এলাকা সে প্রতিবাদ কর্মসূচির আওতামুক্ত থাকবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রুহুল কবির বলেন, ‘আপনি এতো বিদ্যুৎ উৎপাদন করেছেন তাহলে সারাদেশে লোডশেডিং হচ্ছে কেন। আসলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি, ভারি হয়েছে প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনদের পকেট।’ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কন্ট্র্যাক্ট কিলিং করেও সরকারের শেষ রক্ষা হবে না বলেও মন্তব্য করেন রিজভী।
নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, রংপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সমর্থকদের আচরণবিধি লঙ্ঘনের হিড়িক চলছে। তারা নির্বাচনী আচরণবিধি ও নিয়মকে পদদলিত করে দাপিয়ে বেড়াচ্ছে। সেখানে ইসি ভোটারদের নিরাপদে ভোট দেয়ার আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি। শুধু তাই নয়, নির্বাচন কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ চায় কি না এ নিয়ে প্রশ্নও উঠেছে ভোটারদের মধ্যে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মাহবুবুর রহমান শামীম, আব্দুস সালাম আজাদ, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
দৈনিক দেশজনতা /এমএইচ