১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০২

ভারতে শিশুকে ধর্ষণের পর হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

চারপাশ ভেসে যাচ্ছিল রক্তে। সারা শরীরে নৃশংস অত্যাচারের চিহ্ন। আর যৌনাঙ্গে ঢোকানো লাঠি। ভারতের হরিয়ানার রাজ্যের হিসারের ঘটনা বুঝিয়ে দিল, নির্ভয়ার পাঁচ বছর পরেও বদলায়নি কিছুই।

উকলানা এলাকার রাস্তার পাশের ছোট্ট ঝুপড়িতে থাকত দলিত পরিবারটি। শুক্রবার রাত ৯টার দিকে মা আর বোনের সঙ্গে শুয়ে পড়ে ছয় বছরের শিশুটি। পরের দিন সকালে বাড়ি থেকে একটু দূরেই উদ্ধার হয় বাচ্চাটির দেহ। ময়না তদন্তে জানা যায়, ধর্ষণের পরে শিশুটির যৌনাঙ্গে লাঠি ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। ফুটো হয়ে গিয়েছিল তার অন্ত্র ও জরায়ু।

শিশুটি পরিবার বলেছিল, যতক্ষণ না খুনিরা ধরা পড়ছে, দেহ সৎকার করা হবে না। পুলিশ আশ্বাস দেয়, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের ধরা হবে। রবিবার সকালে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শিশুটির শেষকৃত্য হয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা

দৈনিক দেশজনতা /এমএইচ

 

প্রকাশ :ডিসেম্বর ১১, ২০১৭ ১২:৩৭ অপরাহ্ণ