নিজস্ব প্রতিবেদক:
মানুষের মত প্রকাশে ক্ষমতাসীনরা বাধা দেয় বলে অভিযোগ করেছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শীর্ষক বিজয় উৎসবের উদ্বোধনী দিনে মানবাধিকার বিষয়ক বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন। আনিসুজ্জামান বলেন, সমাজে বৈষম্য রয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য যারা প্রাণ দিয়েছেন তারা এই বৈষম্যের জন্য প্রাণ দেননি। দেশে উন্নয়ন হচ্ছে, প্রবৃদ্ধি বাড়ছে। কিন্তু সম্পদের সুষম বণ্টন হচ্ছে না। মত প্রকাশের ক্ষেত্রে বাধা-নিষেধ আরোপ করা হয়। ক্ষমতাসীন দল বাধা দেয়। যারা দারিদ্র্যের মাঝে বাস করে তাদের মানবাধিকার পাওয়া খুব কঠিন হয়ে যায়। বিদেশে যাওয়ার সময় এয়ারপোর্টে গিয়ে অনেকে জানতে পারেন তার বিদেশে যাওয়ায় বিধি-নিষেধ রয়েছে। এটা মানবাধিকার লংঘন।
তিনি বলেন, প্রতিটি মানুষের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধে বাইরের শত্রুর বিরুদ্ধে আমরা জয়ী হয়েছি। এখন দেশের শত্রুর বিরুদ্ধে জয়ী হতে হবে। তাকিয়ে রয়েছি দেশের সুন্দর ভবিষ্যতের দিকে।
দৈনিক দেশজনতা /এমএইচ