২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:০৬

শ্যামনগরে মহিলাদের স্বাস্থ্য সচেতনতা মুলক প্রশিক্ষণের উদ্বোধন

রনজিৎ (সাতক্ষীরা)প্রতিনিধি:

রবিবার সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইনোভেশন টিম ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও উপজেলা পরিষদের অর্থায়নে ইনোভেশন ইন পাবলিক সার্ভিস প্রকল্পের আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে শিক্ষিত ও বেকার মহিলাদের মাঝে সাতদিন ব্যাপী স্বাস্থ্য সচেতনতা মুলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও ইনোভেশন অফিসার মোঃ কামরুজজামান। আলোচনাসভায় প্রধান অতিথি বলেন প্রত্যেকের ব্যক্তিগত স্বাস্থ্য পরিচর্যা ও স্বাস্থ্য সম্পর্কিত প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। যেটি নিজের ও নিজের পরিবারের প্রয়োজনে একান্ত জরুরী।
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান পারভীন ঝর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসেন সাগর,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শাকির হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সেলিম খাঁন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও প্রশিক্ষক ডাঃ মালিহা বেগম প্রমুখ।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৮:৩৯ অপরাহ্ণ