পাবনা প্রতিবেদক:
বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে পাকশী বিভাগীয় রেলওয়ের বিভিন্ন রুটের শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত ৮ ট্রেনের ৬০০ যাত্রীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে কর্তৃপক্ষ।
ঈশ্বরদী-রাজশাহী আন্তঃনগর কমিউটার ট্রেন, রাজশাহী-চিলাহাটি তিতুমীর ও বরেন্দ্র এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকা দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটি-খুলনা রূপসা এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-ঈশ্বরদী বাইপাসগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে বিনা টিকেটের যাত্রীদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করেন পাকশী বিভাগীয় রেল বিভাগের কর্মকর্তারা। এ সময় ৬০০ যাত্রীর কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে ছিলেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসিম কুমার তালুকদার, বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খায়রুল ইসলাম, বিভাগীয় সংকেত কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, বিভাগীয় সহ.বাণিজ্যিক কর্মকর্তা মজিবুর রহমান, এ্যসিসটেন্ট কমান্ড্যান্ট আবু হেনা, টিকেট কালেক্টর আব্দুল আলিম বিশ্বাস মিঠু ও ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।
দৈনিক দেশজনতা /এন আর