২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:৩২

পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

বন্ড সুবিধার অপব্যবহার করায় পুঁজিবাজারের তালিকাভুক্ত গোল্ডেন সনকে ২৭ লাখ এক হাজার ৭০০ টাকা জরিমানা করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কাস্টমস বন্ড কমিশনারেটের তথ্যের ভিত্তিতে ডিএসই জানিয়েছে, গোল্ডেন সন বন্ড সুবিধার আওতায় বন্ডেড ওয়ার হাউজের মাধ্যমে পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানি করে তা অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করেছে।

কোম্পানিটিকে জরিমানা করা ২৭ লাখ এক হাজার ৭০০ টাকার মধ্যে আর্থিকভাবে জরিমানা করা হয়েছে ২০ লাখ টাকা। বাকি সাত লাখ এক হাজার ৭০০ টাকা কাঁচামাল অবৈধভাবে হস্তান্তরের জন্য শুল্ক হিসেবে দিতে হবে ।

জরিমানার অর্থ গোল্ডেন সনকে নির্দেশনা ইস্যুর ১৫ দিনের মধ্যে অর্থাৎ ১৫ ডিসেম্বরের মধ্যে সরকারি ট্রেজারির মাধ্যমে পরিশোধ করতে হবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৭:২৫ অপরাহ্ণ