১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯

মানবাধিকারের মূল চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যকে কাজে লাগাতে হবে’

নিজস্ব প্রতিবেদক:
মানবাধিকারের মূল চ্যালেঞ্জ অবিচার, শোষণ, ক্ষুধা-দারিদ্র্য ও সকল প্রকার বৈষম্য মোকাবেলায় তারুণ্যের শক্তিকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৭ উদযাপন উপলক্ষ্যে ‘সমতা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ এ সম্মেলনের আয়োজন করে।
স্পিকার বাংলাদেশকে সম্ভাবনাময় উল্লেখ করে বলেন, তারুণ্য এ দেশের শক্তির উৎস। এই তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে হবে। অংশগ্রহণমূলক গণতন্ত্রের প্রতি এই তরুণ সমাজকে আকৃষ্ট করতে হবে।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সম্প্রতি মানবিক কারণে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জণগোষ্ঠীকে আশ্রয় দিয়ে মানবাধিকার রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। মানবতার এ নির্দশন স্থাপনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ববাসীর কাছে ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে আখ্যায়িত। জাতিসংঘ সাধারণ পরিষদে শেখ হাসিনার ৫-দফা সুপারিশের আলোকে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্বনেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বাসস।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ৬:১০ অপরাহ্ণ