নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা এবং বন্দর নগরী চট্টগ্রামের পর এবার পূণ্যভূমি সিলেটে রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও তাদের সেবা চালু করলো। রবিবার থেকে পাঠাওর রাইড সেবা পাওয়া যাচ্ছে সিলেট শহরে।
সিলেটে পাঠাও তাদের সেবা কার্যক্রম চালাতে ইতোমধ্যে বেশকিছু মোটরবাইক নিবন্ধন করেছে। সকাল থেকে শহরটিতে এই সেবা মিলছে।
ঢাকা ও চট্রগ্রামের মত একই ভাড়া রাখা হয়েছে সিলেটেও। পাঠাও এর মোটরসাইকেল শেয়ারিংয়ের ক্ষেত্রে বেইজ ফেয়ার ২৫ টাকা। প্রতি কিলোমিটারের জন্য গুণতে হবে ১২ টাকা, প্রতি মিনিটের জন্য ৫০ পয়সা এবং প্রতি ঘণ্টায় ১০ টাকা করে চার্জ হবে।
২০১৬ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ভাব অ্যাপ চালুর মাধ্যমে মোটরবাইক সেবা চালু করে দেশীয় এই প্রতিষ্ঠানটি।
দৈনিক দেশজনতা/এন এইচ