১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫০

চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ১৩ কর্মী গ্রেফতার

 নিজস্ব প্রতিবেদক: (ঢাকা,১৯মে)
চাঁপাইনবাবগঞ্জে ৮শ’ গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার কর হয়।

গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মো. আল-আমিন, কবির হোসেন, আব্দুল আজিজ, মো. শফিকুল ইসলাম, মো. হারুর-অর-রশিদ, হেলাল উদ্দিন, ভোলাহাটের মো. আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ নিহাদ, গোমস্তাপুরের মো. খাদেমুল ইসলাম, আব্দুর রাকিব, আব্দুল মনতাকিন, নাজমুল হুদা ও সদর উপজেলার মো. নুরে আলম।

ওসি সাবের রেজা আহম্মেদ বলেন, ‘গোপনে খবর পাই, শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। পরে পৌর এলাকার চাঁদলাই মহল্লার সাদেকুল ইসলামের বাড়িতে ও পারহাউস মোড়ের এক ছাত্রাবাসে অভিযানে চালাই।
তিনি আরও জানান, গত সোমবার শিবিরের এই ১৩ নেতাকর্মী দেলোয়ার হোসেন সাঈদীর কারাদণ্ডাদেশের রায় বহালের প্রতিবাদে শহরে মিছিল করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুই মামলা রয়েছে। ওই দুই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

দৈনিক দেশজনতা/এন আর/সময়:১৮:৩৬

প্রকাশ :মে ১৯, ২০১৭ ৬:৩৭ অপরাহ্ণ