১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৩২

ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। মুন্সিগঞ্জ সড়কে ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় ব্রিজের নির্মাণ কাজ করার সময় রাস্তা ধসে পড়ায় শনিবার রাত আড়াইটা থেকে যানচলাচল বন্ধ রয়েছে। এতে গুরুত্বপূর্ণ ওই সড়কে প্রায় ১০ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। তবে রোববার দুপুর একটার মধ্যে রাস্তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে ট্রাফিক পুলিশ। ট্রাক চালক আমিনুল ইসলাম বলেন, খালি গাড়ি নিয়ে সিরাজগঞ্জ থেকে মাল নিতে মুক্তারপুর যাওয়ার পথে রাত আড়াইটার সময় পঞ্চবটিতে যানজটে আটক পড়ি। সকাল ১১টায় আটকাপড়া স্থান থেকে ট্রাক নিয়ে মাত্র ১০গজ এগুতে পেরেছি। এ সড়কে কখনো এমন যানজট হয়নি।

চালক সিরাজ মিয়া জানান, রাতে মুক্তারপুর কারখানা থেকে সিমেন্টের বস্তা নিয়ে ঢাকায় যাওয়ার পথে পঞ্চবটি মোড়ে রাত ৩টা থেকে আটকা পড়ে আছি। গাড়ি নিয়ে আগাতে পারছি না। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) জিয়াউল হক জানান, ঢাকা- মুন্সিগঞ্জ সড়কের কাশিপুরে ব্রিজের পাশে নির্মাণাধীন রাস্তা ধসে পড়েছে রাত আড়াইটায়। এরপর থেকে সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। সেনাবাহিনী রাস্তার সংস্কার কাজ করছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তারা দ্রুত কাজ সম্পন্ন করে যানচলাচল চালু করার ব্যবস্থা করছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১:৪৩ অপরাহ্ণ