২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৪৩

ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করায় এর প্রতিবাদে মুসলিম বিশ্বের বাইরে গোটা ইউরোপে বিক্ষোভ হয়েছে। শনিবার ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে এ বিক্ষোভ করেন বিশ্বের শান্তিকামী মানুষ। এ সময় তারা নানা স্লোগান দেন এবং ব্যানার-পোস্টার বহন করেন। তুর্কি গণমাধ্যম আনাদলু বলেছে, ট্রাম্পের বিতর্কিত সিদ্ধান্তের নিন্দা জানিয়ে হাজার হাজার মানুষ এদিন ইউরোপের রাস্তায় নামেন। উল্লেখযোগ্য বিক্ষোভ হয়েছে সুইজারল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস ও সুইডেনে। এখানে বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের পক্ষে সহমর্মিতা প্রকাশ করে স্লোগান দেন।

এর আগে বুধবার রাতে এক ভাষণে ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। সেইসঙ্গে তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের ঘোষণা দেন। ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে ফেঁটে পড়েন ফিলিস্তিনের জনগণ। সেইসঙ্গে গোটা মুসলিম বিশ্ব এর নিন্দা জানায়। শুক্রবার জুমার নামাজের পর বাংলাদেশের পাশাপাশি বিশ্বের মুসলিম দেশগুলোতে মার্কিন প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। একই ইসু্যতে শনিবার জরুরি বৈঠক করেছে আরব লীগ। এ ছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের নিন্দা জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, শনিবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ হয়েছে। সেখানে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানানো হয় এবং নামাজ আদায় করা হয়। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইল ও ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেন এবং হাতে ব্যানার বহন করেন। যাতে লেখা ছিল ‘ফিলিস্তিনকে মুক্ত কর, ইসরাইলি দখলদারিত্ব বন্ধ কর’।

এ ছাড়া হেগে আন্তর্জাতিক আদালতের সামনে বিক্ষোভ হয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে মার্কিন দূতাবাসের সামনে দুই হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেছেন। বিক্ষোভ হয়েছে জার্মান শহর ডর্টমুন্ড ও ব্রেমেনে। তারা ট্রাম্পের এই সিদ্ধান্তকে মানবাধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন। অন্যদিকে, ওয়াশিংটনের এই নাটকীয় সিদ্ধান্তের প্রতিবাদে ফিলিস্তিন, তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরাকসহ অন্যান্য মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে।

উল্লেখ্য, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্বের অন্যতম কারণ হলো জেরুজালেম। ১৯৬৭ সালের যুদ্ধে পশ্চিম জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। এর পর থেকে পূর্ব জেরুজালেমকে নিয়ে তাদের রাজধানী করার কথা বলে আসছে। কিন্তু ফিলিস্তিনিরা শুরু থেকেই বলে আসছে, তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। এই অবস্থার মধ্যেই বুধবার উল্লিখিত ঘোষণা দেন ট্রাম্প।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ