আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা এবং তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তাব দিয়েছে লেবানন। গতকাল শনিবার মিসরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের জরুরি বৈঠকে এ প্রস্তাব দেয় দেশটি। জেরুজালেম ইস্যুতে জরুরি ওই বৈঠক আহ্বান করে ১৮ সদস্যবিশিষ্ট আরব লীগ। এতে ১৮টি মুসলিম দেশের পররাষ্ট্র মন্ত্রীরা উপস্থিত ছিলেন। বৈঠকের পর আরব লীগের এক বিবৃতিতে ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানানো হয় এবং বলা হয়, তার এই সিদ্ধান্ত সহিংসতাকে উস্কে দেবে এবং অত্র অঞ্চলের পরিবেশ অস্থিতিশীল হবে।
বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আরব পররাষ্ট্র মন্ত্রীদের ওই বৈঠকে লেবাননের পররাষ্ট্র মন্ত্রী জেবরান বাসিল বলেন, যুক্তরাষ্ট্র যাতে তেলআবিব থেকে দূতাবাস জেরুজালেমে নিতে না পারে সেজন্য আরব দেশগুলোর উচিত দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করা। বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, ‘পূর্ব সতর্কতা হিসেবে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। আর সেটা শুরু হতে পারে কূটনৈতিক মাধ্যমে, তারপর রাজনৈতিকভাবে এবং তাতে কাজ না হলে অথনৈতিক অবরোধ আরোপ।’
আরব লীগের ওই বিবৃতিতে বলা হয়, ইসরাইলের দাবি অনুযায়ী ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের মধ্যস্থায় দ্বি-রাষ্ট্র সমাধানের পথ রুদ্ধ করে দেবে। কারণ ফিলিস্তিন আগে থেকেই বলে আসছে, তাদের ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। বিবৃতিতে আরো বলা হয়, ‘এই সিদ্ধান্তের কোনো কার্যকারিতা নেই। এটি উত্তেজনা ও ক্ষোভ বাড়াবে এবং এই অঞ্চলকে সহিংসতার মধ্যে ঠেলে দেওয়ার ঝুঁকিতে ফেলবে।’
দৈনিকদেশজনতা/ আই সি