১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১১:৫৯

ফেনীতে গুড়ি গুড়ি বৃষ্টিতে স্থবির জনজীবন

ফেনী প্রতিনিধি:

ফেনীতে গুড়ি গুড়ি বৃষ্টি ও তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। পৌর শহরের প্রধান সড়কে বৃষ্টির পানিতে কাদায় একাকার হয়ে গেছে। ফলে যান চলাচল ও পথচারীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারীরা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝিরি ঝিরি বৃষ্টি মাঝরাতে ভারি বর্ষণে পরিণত হয়। গতকাল শনিবার ভোর রাতে বৃষ্টি একটু থামলেও সকাল ৭টা থেকে আবার কখনো ভারি- কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হতে থাকে। রোববারও বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির পানিতে কাদায় একাকার হয়ে যান চলাচল ও পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া রাস্তাঘাটে জন উপস্থিতি কমে গেছে।

ব্যবসায়ী জহিরুল ইসলাম জানান, বৃষ্টির কারণে সড়কে কাদা হওয়ায় লোকজন দোকানে কম আসছেন। অটোরিকশা চালক দেলোয়ার হোসেন বলেন, সড়কে কাদা ও দিনভর বৃষ্টি ফলে লোকজন না থাকায় তেমন রোজগার করতে পারিনি। শিক্ষক হাফেজ মিজানুর রহমান বলেন, বৃষ্টির কারণে সড়কে কাদা হওয়ায় অটোরিকশা চালকরা দশ টাকার ভাড়া পনের-বিশ করে নিয়েছেন।

এদিকে ঢাকা অফিসের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে রোববার পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তিনি আরো জানান, বিকেলের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। রাতের তাপমাত্রা কমবে এবং আগামীকাল সোমবার ভোর থেকে রোদ উঠে পরিস্থিতি স্বাভাবিক হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :ডিসেম্বর ১০, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ