নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার রাতে নাফনদী সংলগ্ন উপজেলার সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট নামক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে, এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে বিজিবি-২ ব্যাটালিয়নের একটি দল আওতাধীন সাবরাং ইউনিয়নের কবির প্রজেক্ট নামক এলাকায় সংলগ্ন নাফ নদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সাবরাং চৌকির সুবেদার মো. লাল মিয়ার।
তিনি জানান, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা লুঙ্গি দিয়ে মোড়ানো একটি পলিথিন প্যাকেট ফেলে প্যারা বাগানের ভেতরে পালিয়ে যায়। পরে পলিথিন ব্যাগ মোট ৭০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার দাম প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। বিজিবির এই কর্মকর্তা জানান, উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তী সময়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে এগুলো ধ্বংস করা হবে।
দৈনিক দেশজনতা/এন এইচ